প্রধান শিক্ষিক (শুভেচ্ছা বাণী)
2020/02/10 09:07 PM
‘‘বিসমিল্লাহির রাহ মানির রাহিম’’  ®

নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল

খাগড়াছড়ি

তথ্য প্রযুক্তির যুগে পিছিয়ে থাকার সুযোগ নেই । তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এখন সময়ের দাবী । এই বাস্তবতাকে মেনে নিয়ে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল তার শিক্ষা পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন সাধন করেছে । আমরা আমাদের শিক্ষার্থীকে আগামী প্রজন্মের একজন দক্ষ ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার যাবতীয় প্রয়াস হাতে নিয়েছি । সেই লক্ষে আমরা আমাদের বিদ্যালয়ের সব কর্মকান্ড ওয়েব সাইটের আওতায় এনেছি । আশাকরি, এর মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুততার সাথে প্রাতিষ্ঠানিক যাবতীয় কার্যক্রম ও আনুষঙ্গিক তথ্য পেতে পারবে । আমরা এ ব্যাপারে মনোযোগি এবং উত্তোরোত্তর এর উন্নতি লক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ ।


ভিশন-২০২১-এর অন্যতম লক্ষ্য হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এজন্য প্রয়োজন আইসিটি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি। নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল পরিবার নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি।

Upcoming Event

অনুসরণীয়

 

  • সকলকে মাস্ক পরে আসতে হবে।
  • বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরে আসতে হবে।
  • নখ ছোট করে আসতে হবে।
  • বিদ্যালয়ে প্রবেশ পথে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
  • প্রত্যেকে নিজস্ব ব্যবস্থায় নিরাপদ পানির বোতল সাথে রাখতে হবে।
  • বিদ্যালয়ে অবস্থান কালিন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
  • যথাসম্ভব নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে।
  • শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণি ব্যবস্থাপনা মনিটরিং করবেন,  স্বাস্থ্যগত দিক ও সমস্যা প্রতিদিন প্রত্যক্ষ করবেন এবং তথ্য অবহিত করবেন।
  • সময়ের ব্যবধানে হাত স্যানিটাইজ করে নিতে হবে।
  • বিদ্যালয়ের পোশাক প্রতিদিন সাবান পানি দিয়ে জীবানুমুক্ত করে ব্যবহার করতে হবে।
  • বিদ্যালয়ের আসার প্রস্তুতিতে গোসল/স্নান করে আসতে হবে।
  • বাড়ি বা বসতিতে কারো করোনা লক্ষন থাকলে ঐ শিক্ষার্থী তাদের করোনা নেগেটিভ হলে বিদ্যালয়ে আসতে পারবে।
  • কোন ভাবেই অসুস্থতাজনিত লক্ষন নিয়ে বিদ্যালয়ে আসা যাবে না।
  • বিদ্যালয়ের ব্যবহার্য উপকরণ স্বাস্থ্যসম্মত (নিরাপদ) হতে হবে।
  • বিদ্যালয়ে অপ্রয়োজনে বহিরাগতদের প্রবেশ স্বাস্থ্য সম্মত নয়।

Academic Class Level

Class Level

---------------------------

  • Junior Secondary ( Six to Eigh ) 
  • Secondary Nine to Ten ) 

Institute Facilities

Facilities

-------------------------

  • Computer Lab  ►
  • Multimedia classroom  ►
  • Science Labs  ►
  • Cafeteria  ►
  •  

Special Attention for Every Students

প্রতিটি শিক্ষার্থীদের জন্য বিশেষ মনোযোগ

A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh, offering an international curriculum in English A dynamic learning community recognized as one of the leading schools in Bangladesh

Study Tour